জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর চেকপোস্ট এলাকার দীঘির পাড়ে অবচেতন অবস্থায় পড়ে ছিলেন এক ব্যক্তি। স্থানীয়রা তাকে সনাক্ত করতে না পেরে পুলিশে খবর দিলে পুলিশ গ্রাম পুলিশের সহায়তায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়।
সেখানে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক যথাযথ নিয়ম মেনে পরীক্ষা করে তার শারীরে উচ্চ তাপমাত্রার উপস্থিতি, ডিজওরিয়েন্টশন ও উচ্চ ঝুঁকির এলাকায় সম্ভাব্য ভ্রমণের ইতিহাস থাকায় তাকে তাৎক্ষণিকভাবে কোভিড-১৯ চিকিৎসার জন্য নির্ধারিত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শনিবার বিকালেই তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হবে। প্রাথমিকভাবে তাকে হাসপাতালে আনা গ্রাম পুলিশ ও ভ্যানওয়ালাকে জীবাণুমুক্ত করা হয় ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। পরে জীবানুনাশক স্প্রে দিয়ে হাসপাতালের জরুরী বিভাগকে জীবাণুমুক্ত করা হয়।
তিনি আরও জানান, উক্ত সন্দেহজনক কোভিড-১৯ রোগীর সংস্পর্শে আসা গ্রাম পুলিশ, ভ্যানওয়ালা এবং একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
এদিকে, শনিবার পর্যন্ত সাতক্ষীরা থেকে ২১৮জনের নমুনা সংগ্রহ করে করোনো টেস্টের জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ২৮টির রিপোর্ট পাওয়া গেছে। সবগুলোই নেগেটিভ। এছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে চারজন ভর্তি রয়েছেন।