আজ ১৬ জানুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার নগরীর দোলখোলাস্থ শ্রীশ্রী শীতলা মন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি অনুষ্ঠানের আয়োজকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বক্তব্য রাখন। তিনি বলেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সব ধরণের গুজব, অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভিন্ন ধর্ম ও মতের প্রতি সহনশীল হতে হবে। কুচক্রী মহলের সাম্প্রদায়িক উসকানির ফাঁদে পা দেওয়া যাবে না, সর্তক থাকতে হবে।