নাসরুল্লাহ আল কাফী: পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় এই প্রথম ঢাকা ও নারায়নগঞ্জ ফেরৎ তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তিন জনের করোনা পজিটিভ প্রতিবেদন ইন্দুরকানীতে এসে পৌঁছায়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আমিন উল ইসলাম জানান, গত মঙ্গলবার উপজেলার ৬ জনের নমুনা সংগ্রহ করেছি। আজ শুক্রবার সন্ধ্যায় প্রাপ্ত প্রতিবেদনে ছয় জনের মধ্যে তিন জনের কোভিড ১৯ পজিটিভ এসেছে। এদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। ঢাকা থেকে আগত মমতাজ (৫০), রুখসানার (৩৫) বাড়ি বালিপাড়ার সেপাই বাড়িতে। কিছু দিন পূর্বে তারা মাইক্রো বাস যোগে ঢাকা থেকে ইন্দুরকানীর বালিপাড়ায় নিজ বাড়িতে আসেন। তারপর থেকে আমাদের স্বাস্থ্যকর্মীরা তাদের নমুনা সংগ্রহের জন্য কয়েকবার ওই বাড়িতে গিয়েছিলেন। কিন্তু তারা সবাই সুস্থ আছেন বলে স্বাস্থ্যকর্মীদের ফিরিয়ে দেন। পরে গত মঙ্গলবার তাদের পাঁচজনের নমুনা সংগ্রহ করা হয়।
এছাড়া নারায়নগঞ্জ ফেরৎ বেলাল (২৫) কোরানা আক্রান্ত হয়েছেন। বেলালের বাড়ি উপজেলা সদরের দক্ষিণ কালাইয়া গ্রামে।
উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, শুক্রবার রাতেই করোনা আক্রান্তদের বাড়িসহ সন্দেহজনক এলাকা লকডাউন করা হবে। এছাড়া আগামী দিন শনিবার আক্রান্তদের সংস্পর্শে থাকা সবার নমুনা সংগ্রহ করা হবে।