বরগুনা জেলা প্রতিনিধিঃকরোনাভাইরাস কোভিট ১৯ এর কারনে সতাধিক নিম্নমধ্যবিত্ত পরিবারকে “পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ” বরগুনা পক্ষ থেকে ঈদ উপহার ও খাদ্য সামগ্রীসহ নগদ অর্থ বিতরন করা হয়েছে।
রবিবার বিকাল ৪ টার দিকে বরগুনা সার্কিট হাউজ মাঠে করোনা ভাইরাসের কারনে অসহায়,ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারকে সামাজিক দূরত্ব বজায় রেখে এ সহায়তা দেওয়া হয়। যার মধ্যে ১০কেজি চাল, ১কেজি ডাল, ৫কেজি আলু, ১কেজি তৈল, ১কেজি লবন, ১টা সাবান, ২টা মাস্কসহ নগদ ২০০ টাকা দেয়া হয়। এসময় উপস্হিত ছিলেন, এডিসি জেনারেল মোহাম্মদ নূর-হোসেন স্বজল, ডিআর ও জনাব মাহাবুবুর রহমান, পদক্ষেপের জোনাল ম্যানেজার মো. মোর্শেদুজ্জামান, এরিয়া ম্যানেজার
মো. আলী আকবর হাং, ব্রাঞ্চ ম্যানেজার কাওছার আহম্মেদ সহ ব্রাঞ্চের সকল স্টাফ উপস্থিত ছিলেন।বিতরণ কালে এডিসি নূর-হোসেন স্বজন বলেন,সরকারের পাশাপাশি সবাই যদি এগিয়ে আসে তাহলে কেউ না খেয়ে থাকবেনা। আপনাদের মহতী উদ্যোগের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি।