করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও মানুষের উপচে পড়া ভিড় থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া রুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ঈদকে সামনে রেখে এদের অধিকাংশই বাড়ি ফিরছেন। সামাজিক দূরত্ব মানছেন না ঘরমুখো এসব মানুষ। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধিও মানছেন না তারা।
ঈদ যত ঘনিয়ে আসছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ। তবে সামাজিক দূরত্ব বজায় রাখার কোন লক্ষণ দেখা যায়নি জনসাধারনের মাঝে। সকাল থেকেই গাদাগাদি করে ফেরিতে পারাপার হতে দেখা গেছে যাত্রীদের। গণপরিবহন বন্ধ থাকায় ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীরা পরেছেন চরম দুর্ভোগে।
এদিকে করোনাভাইরাস মোকাবেলায় সরকার ২৫ মার্চ থেকে গণপরিবহন বন্ধ রাখে। তবে প্রাইভেটকার, মাইক্রোবাস, অটো, টেম্পুসহ বিভিন্ন প্রকার ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পণ্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স নদী পারাপার করার জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে।