অদ্য ১৩/০৬/২০২০খ্রিঃ রাত্র ০১:০০ ঘটিকার সময় এসআই (সশস্ত্র)/মোঃ রফিকুল ইসলাম, শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স ছিল ৪৭ বছর।
যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম, এসআই (সশস্ত্র)/মোঃ রফিকুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তার রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি গত ২৬/০৫/১৯৯৩ খ্রিঃ তারিখে চাকুরীতে যোগদান করে দীর্ঘ ২৭ বছর ১৮ দিন সুনামের সহিত পুলিশ বাহিনীতে চাকুরী করিয়াছেন। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন দক্ষিণফুকরা গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি মৃত্যুকালে স্ত্রীসহ দুই কন্যা সন্তান রেখে যান।
পুলিশ সুপার বলেন, প্রতিটি মৃত্যুই আমাদের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করে। তবুও প্রিয় সহকর্মীকে হারানোর এ শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশ পুলিশকে এগিয়ে যেতে হবে।