তথ্য চাওয়ায় তিন সাংবাদিকের ওপর ক্ষেপে গিয়ে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবুর বিরুদ্ধে।
রোববার (১ ডিসেম্বর) বিকেলে বিনা টিকিটে ট্রেনে ওঠা যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, এতে সরকার রাজস্ব হারাচ্ছে- এমন অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গেলে রেলওয়ের ওই কর্মকর্তা দুর্ব্যবহার করে কক্ষ থেকে বের করে দেন সাংবাদিকদের।