আমার তৃষ্ণা বুঝবে কী করে তুমি
যখন আমার হাতে জল
অথচ বুকের মাঝে শতবর্ষের শুষ্কতা।
আমার শ্বাস টের পাবে কী করে তুমি
যখন আমার জ্যন্ত শরীর বুকের খাঁচায়
পুষে রাখে এক মৃত অন্তর।
আমার একাকীত্ব বুঝবে কী করে তুমি
যখন চারপাশে হাজার মানুষের ভীড় অথচ জনারণ্যে একান্ত আপন কেউ নেই।
আমার কষ্ট বুঝবে কী করে তুমি
যখন আমি বাইরে প্রচন্ড হাসিখুশী
অথচ ভেতরটা পুড়ে ছাই অঙ্গার।
আমার মন খুঁজে পাবে কী করে তুমি
যখন আমার চারপাশ আলো ঝলমল
অথচ ভেতরটা ভীষণ অন্ধকার।
এভাবেই শুধু বাহির দেখে চিরকাল
ভেতরের আমিকে না চিনে
দূরে দূরে থাকবে আর কতকাল?
লেখক : বাংলাদেশ পুলিশের আইন প্রশিক্ষক Hasan Hafizur Rahman