হাফিজুর রহমান শিমুলঃ ঘুর্ণিঝড় আম্পান উপদ্রুত ঝাঁপালি ও ঘোলা এলাকা পরিদর্শন করেন দুই উপজেলার চেয়ারম্যান ও কর্মকর্তাবৃন্দ। বুধবার (১৭ জুন) বিকাল ৪ টায় সেখানে অস্থায়ীভাবে একটি বেড়িবাঁধ তৈরির সম্ভাব্যতা যাচাই-প্রাক্কলন ব্যয় নির্ধারনের জন্য পাউবোর প্রকৌশলির একটি দল উপস্থিত ছিলেন। এছাড়াও কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সিফাত উদ্দিন ও কাশিমাড়ী ইউপিচেয়ারম্যান আব্দুর রউপ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে পরিদর্শক দল কাশিমাড়ি ইউনিয়ন পরিষদে বসে পুরো পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং এর কস্ট এন্ড ব্যানিফিটস এর ভিত্তিতে প্রাক্কলন ব্যয় নির্ধারণের চেষ্টা করা হয়। মুলত বাঁশ, মাটি, বালি ও জিও ব্যাগের সমন্বয়ে ভেড়ি বাঁধটি নির্মানের বিষয়ে প্রস্তাব দেয়া হয়। এই প্রস্তাবের ভিত্তিতে পাউবোর প্রকৌশলী দল প্রাক্কলন ব্যয় নির্ধারণ করেন যা বিস্তারিতভাবে জেলা প্রশাসক সাতক্ষীরার সাথে আলাপ করবেন বলে জানান।