সাইফুল ইসলাম, মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি।। সাগরকন্যা কুয়াকাটায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল এর ব্যবস্থাপনায় “রাখাইন ও অন্যান্য জাতিগোষ্ঠীর সম্প্রতি সমারোহ” অনুষ্ঠান হবে ১৭-১৮ জানুয়ারী।
শুক্রবার (১৭ জানুয়ারী) বিকাল ৫ টায় রাখাইন মহিলা মার্কেট থেকে র্যালি বেড় করে কুয়াকাটার সৈকতে বিচে এসে শেষ করে এবং উক্ত র্যালির মধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।
সন্ধ্যার পরে আলোচনা ও সম্প্রতি সমারোহ অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড.সৈয়দ জামিল আহমেদ।
পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব (উপসচিব) মোহাম্মদ ওয়ারেছ হোসেন,পটুয়াখালীর পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, কলাপাড়া উপজেলার নির্বাহি কর্মকতা মোঃ রবিউল ইসলাম, রাখাইন বুদ্দিষ্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পটুয়াখালী সভাপতি এমং তালুকদার। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক এস এম শামিম আকতার।
দুইদিন ব্যাপী এ অনুষ্ঠানে রাখাইন শিল্পীদল ছাড়াও বরগুনা,পটুয়াখালী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনা থাকবে। এছাড়াও পার্বত্য অঞ্চল থেকে ত্রিপুরা, লুসাই, চাকমা প্রভৃতি সম্প্রদায়ের শিল্পীদের অংশগ্রহণ থাকবে।