সাতক্ষীরাঃ গাছ লাগান, পরিবেশ বাঁচান। আজ ২৬শে জুন ং শরীফ ওবায়দুল্লাহ এর হাতে গড়া সংগঠন সেভ দ্য টু-মরো সাতক্ষীরা শাখার উদ্যোগে সাতক্ষীরা বাইপাস সড়কে বৃক্ষ রোপন কর্যক্রম অনুষ্ঠিত হয়েছে। করোনা পরিস্থিতিতে বাসায় থেকে ভিডিও কলে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। এ ছাড়া বৃক্ষ রোপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান তালা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ এর আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন, তালা উপজেলা সৈনিকলীগের সভাপতি টিপু সুলতান ০২ নং নগরঘাটা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার, নরুজ্জামান তামিম পাটকেলঘাটা হারুনর রশীদ কলেজের সভাপতি ওসমান গনি, ছাত্র লীগ নেতা শাহীন সহ আরও অনেকে। এ সময় সেভ দ্য টু-মরো সাতক্ষীরা শাখার সভাপতি মোঃ মুজাহিদ, সাধারণ সম্পাদক আরিফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দীন এর নেতৃত্বে সংগঠনটির সকল সদস্য বৃন্দ ও উপস্থিত ছিলেন। এ সময় ভিডিও কলে তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম বলেসন গাছ লাগানো খুব সুন্দর একটি কাজ আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে বৃক্ষ রোপন করবেন। এবং সেই সাথে সাথে আমি এ বৃক্ষ রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করলাম। সেভ দ্য টুমরো সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি কে সাধুবাদ জানিয়েছে সাতক্ষীরা বাসী।