।।উজ্জ্বল রায় (নড়াইল জেলা) প্রতিনিধি।।
আইজিপি নির্দেশনা মোতাবেক পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পি,পি,এম,(বার), কর্মতৎপরতায় জেলা পুলিশে নতুন সংযোজন হল বিট পুলিশিং কার্যক্রম। এ কার্যক্রমে ইউনিয়ন পর্যায়ে থানা থেকে নির্ধারিত অফিসার ফোর্স ইউনিয়ন পর্যায়ে থাকবে।উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, সেখানে তাদের একটি কার্যালয় থাকবে।
জনগণ খুব সহজেই তাদের সাথে যোগাযোগ করে পুলিশী সেবা নিতে পারবেন।
বিট পুলিশিং এর সুবিধাসমূহ:
১. পুলিশের সঙ্গে জনগণের নিবিড় সম্পর্ক গড়ে উঠবে।
২. ইউনিয়ন পর্যায়ে পুলিশের উপস্থিতির কারণে এলাকায় অপরাধ, মাদক ব্যবসা, জঙ্গী তৎপরতা, ইভটিজিং বাল্যবিবাহ ইত্যাদি হ্রাস পাবে ।
৩. ইউনিয়ন পর্যায়ের জনগণকে পুলিশের সাহায্য পেতে কষ্ট করে দূর থেকে থানায় আসতে হবে না।
৪. অগ্রিম গোয়েন্দা তথ্য, অপরাধের চিত্র ও অপরাধের তথ্য সংগ্রহ করা সহজ হবে।
৪. পুলিশি সেবা নিতে জনগনকে আসতে হবে না।
পুলিশই জনগনের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে।
লোহাগড়া থানা ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন উপজেলার সমস্ত ইউনিয়নে ইতিমধ্যেই এই সেবা চালু হয়ে গেছে।