হাফিজুর রহমান শিমুলঃ উপজেলা পরিষদের অর্থায়নে কালিগঞ্জে মৎস্য উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠা এবং মাটি ও পানি পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১জুলাই) বেলা ১২ টায় উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামে নিরাপদ মৎস্য পল্লীর প্রশিক্ষণ স্কুলে উপজেলা মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বে-সরকারী উন্নয়ন সংস্থা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক জি,এম ফিরোজ আহমেদের সভাপতিত্বে ও মৎস্য চাষী সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সামগ্রী বিতরণ করেণ কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা সাঈদ মেহেদী। এসময় বক্তব্য রাখেন উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, মৎস্য চাষী ও শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু বিজয় কুমার সরকার, অনামিকা ট্রেডার্সের ম্যানেজার ফজলুর রহমান, মাওলানা মশিউর রহমান বাবু, জাবের হোসেন প্রমূখ। এ সময় উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদী প্রান্তিক মৎস্য চাষিদের ঘেরের পানি ও মাটি পরীক্ষা করার জন্য নয় রকমের যন্ত্রাংশ প্রদান করেন।