ঢাকার ধামরাইয়ে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।গতকাল ৯ আগষ্ট রোববার রাত সাড়ে ১০ টার দিকে ধামরাই উপজেলার শ্রীরামপুর এলাকায় গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে। ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ন কবির জানান, গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের পঞ্চম তলায় স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের আরো তিনটিসহ ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের অ্যাডমিন অফিসার বিকাশ জানান, কারখানার স্টোরে আগুন লেগে হঠাৎ কালো ধোঁয়া বের হতে শুরু করে। ধোঁয়া দেখে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। আজ সোমবার সকাল ৬ টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।