মেহেদী হাসান (ঠাকুরগাঁও)
আতঙ্কে এলাকাবাসী !
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় সীমান্তঘেষা কুলিক নদী প্রবাহিত হয়েছে। এই নদীতেই গত ২/৩ দিন যাবৎ বেশ কয়েকটি বড় আকৃতির কুমির দেখা যাচ্ছে। এতে এলাকাবাসী আতঙ্কে বসবাস করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রুহিয়া, মানিকখাড়ি, বুজরুক, ছোট দহগাঁও ও বড় দহদাঁও গ্রামের পাশে কুলিক নদীতে এই বড় আকৃতির কুমিরগুলো লক্ষ্য করা যায়। এইসব গ্রামের অনেক কৃষকের নদীর ওপারে আবাদী জমি রয়েছে আরও আছে বিস্তৃত গোচারণভূমি। নদী পাড় হয়ে তাদেরকে সেখানে যেতে হয় কিন্তু এমতাবস্থায় করুন অবস্থায় রয়েছেন এই এলাকার দরিদ্র কৃষক ও ক্ষুদ্র খামারীরা। বুজরুক গ্রামের নুরুজ্জামান জানান আমাদের নদীর ওপারে আবাদী জমি রয়েছে এমতাবস্থায় আমরা সেখানে যেতে পারছি না। মানিকখারিরি রুহুল আমিন জানান নদী পাড় হয়ে প্রতিদিন নদী পাড় হয়ে গরু নিয়ে যেতাম ঘাস খাওয়ানোর জন্য কিন্তু এখন বেগতিক অবস্থা। এলাকাবাসী জানান, এখানে অনেক জেলে মাছ ধরতে আসতো কিন্তু তারাও আসে না। তারা সবচেয়ে আতঙ্কের বিষয় মনে করছেন কখন না জানি কুমির জল ছেড়ে স্থলে পাড়ি জমায়।
উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল জানান, আমরা অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।