হাফিজুর রহমান শিমুলঃউপকূলীয় ভেঁড়ীবাঁধ উন্নয়ন প্রকল্প ফেইজ-২ এর আওতায় ৩৫/৩ নং পোল্ডারের পানি ব্যাবস্থাপনা দল নিয়ে পানি ব্যাবস্থাপনা সংগঠনের আহবায়ক(এডহক) কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শনিবার (১০/১০/২০২০) বেলা ১১ টায় রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদের হলরুমে তালুকদার পানি ব্যবস্থাপনা দল এর সহ সভাপতি হাওলাদার আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যশোরের ডিসিইও হাফিজুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান, রামপাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিরিনা পারভীন, রামপাল প্রেসক্লাবের সভাপতি হাওলাদার আব্দুল হাদী, সাধারণ সম্পাদক সাইফুল আলম বখতিয়ার, সিইআইপি-১ প্রকল্প প্যাকেজ বি এর টিম লিডার ও বে-সরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের উপ পরিচালক, সু সংগঠক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, মল্লিকেরবেড় ইউপি চেয়ারম্যান নাজমুল কবীর ঝিলাম, পানি উন্নয়ন বোর্ডের উপ পরিচালক সুজন হালদার প্রমুখ।
বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলন উক্ত প্রকল্পটি মাঠ পর্যায়ে পানি ব্যবস্থাপনা দল গঠন, সামাজিক বনায়ন ও সমন্বিত বালাই নাশক ব্যবস্থাপনার জন্য গত ২০১৯ সালের মার্চ মাস হতে বাগেরহাট সদর ও রামপাল উপজেলার ৩৫/৩ নং পোল্ডার এবং শরণখোলা ও মোড়েলগঞ্জ উপজেলার ৩৫/১ নং পোল্ডারের কাজ অতি দক্ষতার সাথে করে আসছে। উক্ত কাজের অংশ হিসাবে পানি ব্যবস্থাপনা সংগঠনের আহবায়ক কমিটি গঠনের জন্য সাধারণ সভার আয়োজন করা হয়। উপস্থিত পানি ব্যবস্থাপনা দলের সকলের সম্মতিক্রমে পৃথক ৩ টি ইউনিয়ন হতে ১) তালুকদার পানি ব্যবস্থাপনা কমিটির হাওলাদার আব্দুস সালাম, ২) বেতবুনিয়া পানি ব্যবস্থাপনা কমিটির কালিপদ মন্ডল, ৩) বড়চাঁদপুর সরকারডাঙ্গা পানি ব্যবস্থাপনা কমিটির মনারানী সরকার, ৪) লিংকন কুমার সরকার ও ৫) গোলাপ পানি ব্যবস্থাপনা কমিটির আল ইমরান কন্ঠভোটে নির্বাচীত হন।