রাকিবুল হাসান।। চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেন প্ল্যাটফর্মে না থেমে প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে থামে। এতে দুর্ঘটনা থেকে বেঁচে যায় ট্রেনে থাকা প্রায় শতাধিক যাত্রী।
২১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নীলফামারী জেলার ডোমার রেল স্টেশনে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনটি ৬:৪৫ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে এসে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ডোমারে পৌঁছানোর নির্ধারিত সময় থাকলেও বৃহস্পতিবার কিছুক্ষণ বিলম্ব হওয়ায় ৭টা ১২ মিনিটে ডোমার রেল স্টেশনে পৌঁছায়। কিন্তু ট্রেনটি ডোমার স্টেশন প্ল্যাটফর্মে না থেমে ডোমার পার হয়ে নীলফামারী রেলওয়ে স্টেশন এর দিকে প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে থামে।এতে যাত্রীদের মনে অনেক ভয়ের সঞ্চার হয়। পরে সেখানে ট্রেনটি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার উল্টো পথে ডোমার প্ল্যাটফর্মে ফিরে আসে।
ট্রেনটির চালক আসাদুজ্জামান খান ও গার্ড হুমায়ুন কবীর খান জানান, সাধারণ ব্রেক কাজ না করায় স্টেশন ছেড়ে অনেক দূর গিয়ে জরুরি ব্রেক ধরে ট্রেনটি থামানো হয়। এতক্ষণে স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার ট্রেনটি দূরে চলে আসে। এরপর ট্রেনটিকে পুনঃরায় পেছনে দিয়ে ডোমার স্টেশন প্লাটফর্মের দিকে নিয়ে আসা হয়। এরপর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ডোমার রেল স্টেশন থেকে রওনা করে ট্রেনটি। এতে করে কোন হতাহতের ঘটনা ঘটেনে।
ডোমার রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার বাবু হোসেন, প্রতিদিনের মতো আজকেও আমরা ট্রেনটি আসার পূর্বে মাইকে ঘোষণা দেই ট্রেনটি ১ নং প্লাটফর্মে দাঁড়াবে। এবং পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবে। কিন্তু ট্রেনটি ডোমার প্লাটফর্মে আসলে, না থেমে চলে যায় পরে দুই কিলোমিটার যাওয়ার পর ব্রেক করে। পরে আমি জানতে পারি ট্রেনটি ব্রেক ফেল করেছে। অতঃপর ট্রেনটি পাবার পিছনে ফিরে এসে যাত্রী ওঠা-নামা করার পরে ৭ টা ৫০ মিনিটে আবার পরবর্তী রেলস্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।