ইন্দুরকানী প্রতিনিধি: ইন্দুরকানীতে দারুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসা এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) সকালে উপজেলার হাসপাতালের মাদ্রাসার অডিটোরিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক মাওলানা মো: জাহিদ হোসেন ও প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন্নেসা সুমী। আরও বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর ইন্দুরকানী সদর ইউনিয়নের সভাপতি মাওলানা মো: খায়রুল বাশার, শিক্ষক মাওলানা. আব্দুল মান্নান, ইউপি সদস্য মজনু হোসেন রনি, জামায়াত নেতা মাওলা মো: আলতাফ হোসেন (খাবজি) প্রমুখ।