মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দিনব্যাপী সেমিনার, কুইজ প্রতিযােগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড ও পুরষ্কার বিতরণ ও কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ২৩ নভেম্বর বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ও উপজেলা প্রশাসনের আয়োজনে,জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্রছাত্রীদের আবিস্কৃত প্রযুক্তির এই মেলায় ১১ টি স্টল বসে ।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়ে়জুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ,উপজেলা পিআইও কর্মকর্তা আইরিন সুলতানা,উপজেলা মেডিকেল অফিসার সৈয়দা জামিলা হোসেন হলি ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল,প্রেসক্লাব সভাপতি ইমতিয়াজ বাবুল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কাজী ওয়াহেদ মো.সালেহসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী । বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান বিষয়ে বিভিন্ন স্কুল ও কলেজে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম ।
উন্নত বাংলাদেশ গড়তে প্রযুক্তি ও গবেষনা বাড়ানোর বিষয় আলোকপাত করেন বক্তারা