রাইসুল ইসলাম নয়ন।।লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সোমবার সৌদি আরবে তার প্রথম বিদেশ সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম আন্তর্জাতিক সফর বলে প্রেসিডেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে।
সফরের উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া না হলেও ধারণা করা হচ্ছে, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা মূল লক্ষ্য। লেবানন দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে সৌদি আরবের মতো আঞ্চলিক শক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ।
বিশ্লেষকদের মতে, এই সফরের মাধ্যমে লেবানন-সৌদি সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা রয়েছে, বিশেষত দুই দেশের মধ্যকার কূটনৈতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে।
জোসেফ আউন এ বছরই লেবাননের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং এর আগে তিনি লেবাননের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।