রাইসুল ইসলাম নয়ন।।পবিত্র রমজান মাসের শুভাগমনের প্রাক্কালে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান দেশের প্রধান মুফতি, রাজপরিবারের সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিশিষ্ট আলেম এবং বিশাল সংখ্যক নাগরিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সৌদি প্রেস এজেন্সি (SPA) জানিয়েছে, এই বৈঠকে আগত অতিথিরা যুবরাজের সঙ্গে কুশল বিনিময় করেন এবং রমজানের শুভেচ্ছা জানান। সৌদি আরবের ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে এই সৌজন্য সাক্ষাৎ এক মিলনমেলার পরিবেশ তৈরি করে।