কোচিং বাণিজ্য বন্ধে শিক্ষকদের ঢাকা থেকে বদলি করার পক্ষে মত দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।রোববার রাজধানীর কয়েকটি সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের বদলি সংক্রান্ত এক মামলার শুনানিতে তিনি এ মত প্রদান করেন।ঢাকায় ১০-১২ বছর ধরে আছেন এমন শিক্ষকদের অনেকেই কোচিং বাণিজ্য করছে- আদালত অ্যাটর্নি জেনারেল এতথ্য জানানোর পর প্রধান বিচারপতি বলেন, কেন? ৩ বছর পর পর তো বদলি করার কথা।প্রধান বিচারপতি আরও বলেন, এর জন্য তো মন্ত্রণালয়-অধিদপ্তর দায়ী। ঢাকার সরকারি বিদ্যালয়ে যে সকল শিক্ষকেরা ৩ বছরের বেশি সময় ধরে আছেন তাদের বদলি করে দিন।তবে শিক্ষককে বদলি সংক্রান্ত এক মামলায় দুদকের আইনজীবী খুরশিদ আলম খান প্রধান বিচারপতির বক্তব্য প্রসঙ্গে বলেছেন, এটি মন্তব্য, আদেশ নয়।