মোঃ শামীম হাওলাদার
গলাচিপা পটুয়াখালী !
যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ এই প্রতিপাদ্য নিয়ে চতুর্থ বারের মতো আজ (১২ ডিসেম্বর) সারাদেশে উদযাপিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০। দিবসটি উপলক্ষে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে উদ্বোধনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি জনাব আবদুল হামিদ ডিজিটাল প্ল্যাটফর্মে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন এবং দিবসের শুভ উদ্বোধন করেন।
কেন্দ্রীয় অনুষ্ঠানের সাথে সংগতি রেখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ উদযাপন উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); জানাব মোঃ জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা অফিসার, পটুয়াখালী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকগণ, এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জনাব ড. এম এ মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ইসরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।
অনুষ্ঠানের শেষ পর্বে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও প্রেসেন্টেশন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।