১৯ জানুয়ারী ২০২৫ (রবিবার): গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কক্সবাজার জেলার চকরিয়ায় যৌথ বাহিনী কর্তৃক ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর লেঃ তানজিম ছারোয়ার নির্জন নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন। এতদপ্রেক্ষিতে, চকরিয়া থানা কক্সবাজারে একটি হত্যা এবং একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলাদ্বয়ের প্রেক্ষিতে, পুলিশ কর্তৃক তদন্ত শেষে আজ ১৯ জানুয়ারি ২০২৫ তারিখে হত্যা মামলার চূড়ান্ত চার্জশিট চকরিয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা হলে আদালত তা গ্রহণ করেন এবং পলাতক ৬ জন আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। উল্লেখ্য, হত্যা মামলার সর্বমোট ১৮ জন আসামীর মধ্যে ১২ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। বর্তমানে, গ্রেফতারকৃতরা জেল কাস্টডিতে রয়েছে।