নেতা-কর্মীদের ভুলের কারণে আগামী নির্বাচনে জয়ী হয়ে অন্য কোনো রাজনৈতিক দল সরকার গঠন করলে তা বিএনপির জন্য ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার বিকেলে সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
রাজনৈতিকভাবে ভুল করলে বিএনপিকেও জনগণ প্রত্যাখ্যান করবে, তখন অনুতপ্ত হতে হবে বলেও মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আন্তর্জাতিক বা দেশীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে আগামী নির্বাচনে জয়ী হয়ে অন্য কেউ সরকার গঠন করলে বিএনপির জন্য ভালো হবে? সুতরাং বিভ্রান্তিকর কাজ থেকে দূরে থাকবেন। দিন শেষে আপনাদের সাধারণ ভোটারের কাছেই যেতে হবে। দিন শেষে ওই জনগণ। জনগণের সমর্থন যদি পেতেই হয়, কেন জনগণের কাছে ভালোভাবে যাব না। জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আমার-আপনার কিন্তু কোনো স্থান নেই। সামনের নির্বাচন কিন্তু সহজ নয়।’