বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে ভিক্ষুক, ছিন্নমূল, বিধবাসহ ৬৬ হাজার ১৮৯টি ভূমিহীন- গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান এবং ৩ হাজার ৭১৫টি পরিবারকে পুর্নবাসন করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আদর্শ ছাত্র বন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ নামক একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনবন্ধু ইউনুস আলী ভূঁইয়া,কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক সচিব জনাব নজরুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক কলামিষ্ট কবির নেওয়াজ রাজ সহ সকল জেলা, উপজেলা, ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে কবির নেওয়াজ রাজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হতদরিদ্র নিম্ম আয়ের দিনমজুর অসহায় মানুষের নিরাপদ বাসস্থানের কথা চিন্তা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্য মুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে বিশ্ব নন্দিত নেত্রী যে ব্যবস্থা করেছেন তা জনসেবার একযুগান্তকারী মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন । এতে করে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা আরো একধাপ এগিয়ে যাবে। অসহায় মানুষের বাসস্থানের ব্যবস্থা করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সত্যেই প্রশংসনীয়। মহান রাব্বুল আলামিন তাকে দীর্ঘ হায়াত দান করুন, আমীন।