হাফিজুর রহমান শিমুলঃ কুশলিয়া ইউপি’র মেম্বর কাজী গোলাম মোস্তফা (৪৮) আর নেই। তিনি রবিবার (১৪ ফেব্রুয়ারী) ভোর আনুঃ ৪ টায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম ও মেম্বরের বড় পুত্র মেহেদী হাসান পিতার অকাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কাজী গোলাম মোস্তফা কালিগঞ্জের কুশলিয়া ইউনিয়নের কুশলিয়া গ্রামের কাজী আব্দুল হামিদ (বাচা কাজী)’র বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান, এক কন্যা সন্তান, ভাইসহ আত্নীয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। কাজী গোলাম মোস্তফা বেশ কিছুদিন যাবত কিডনি রোগে ভুগছিলেন। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা সিটি কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়। কাজী গোলাম মোস্তফা কুশলিয়া ইউনিয়নের কুশলিয়া গ্রামের ৮নং ওয়ার্ডের পরপর দুই বারের নির্বাচিত মেম্বর ছিলেন। এছাড়াও জনপ্রিয় মেম্বর বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। কুশুলিয়া ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা’র নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।