জেলা প্রতিনিধি :-মোঃ শামীম আহমেদ
পটুয়াখালী জেলা।
দুপুরের দিকে খুলনা যাবার উদ্দেশ্য দুইজন ছাত্র বাস স্টেশনে যান। সেখানে বাস শ্রমিকদের সাথে বাদানুবাদ ঘটে, শিক্ষার্থীদের আহত করা হয়। প্রতিবাদ স্বরুপ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তা বন্ধ করে মিছিল, স্লোগান দেয়। দিনের ঘটনা এতটুকুই। রাত যখন ২ টার মত। তখন নেমে আসে ঘোর আঁধার। বরিশালের শ্রমিক লীগ নেতা শিপন নগরের রুপাতলী এলাকায় যতগুলো মেসে ববির ছাত্ররা ছিলো সব জায়গায় বাচ-বিচারহীন সবার উপর হামলা চালিয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানেই তাকে মারো, এই মর্মে সে তার গুন্ডা বাহিনীকে পরিচালনা করেছে। আশেপাশে পুলিশ থাকলেও তারা একদম ই নীরব ভূমিকা পালন করছিলো।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রমিক লীগের হামলা করায় পটুয়াখালী জেলা ছাএ ছাএীদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ৷ সেই সাথে হামলার সাথে যারা জড়িত সকলকে দ্রুত গ্রেফতার চাই..