হাফিজুর রহমান শিমুলঃ এস,এম,ফরহাদ হোসেন একজন মেধাবী, উদ্যমী ও কর্মট ব্যাক্তি। হুইল চেয়ারে যার নিয়মিত চলাচল। কিন্তু থেমে থাকেনি প্রতিবন্ধকতার বেড়াজালে। ফরহাদ নিজে প্রতিবন্ধী হয়েও সুবর্ণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক হিসেবে কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। সে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্পুর গ্রামের এস এম শহিদুল ইসলামের বড় পুত্র। হতদরিদ্র পিতার (শ্যালো মেশিন মেকানী) দুই পুত্রের একজন হচ্ছে ফরহাদ। জীবন জীবিকার তাগিদে তাকে চলতে, ফিরতে খু্বই কষ্ট সহ্য করতে হয়। সে কালিগঞ্জ সরকারী কলেজে ডিগ্রী’তে ফাইনাল ইয়ারের ছাত্র। তার ব্যবহৃত গাড়িটা যদি মোটর চালিত হতো তবে তার লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন স্থানে চলাচলে প্রাণ ফিরে পেতো। আমাদের সমাজে কতো বিত্তবান, সুশীল ব্যক্তি আছেন যাদের একটু সু-নজরে এ জাতীয় প্রতিবন্ধীদের ভালো ঠিকানায় পৌছে দিতে সময়ের ব্যপার মাত্র। কতো চেয়ারম্যান, মেম্বর, এম পি পদপ্রার্থী কতদিকে নজর দিচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু ফরহাদের দিকে নজর কয়জন দেয়? তার প্রতি সদয় হলে আল্লাহ বুঝি ঐ বান্দার রহম করবেন। প্রশাসন সহ সকলের সুদৃষ্টি কামনা করছি। তার মতো মেধাবী, প্রতিবন্ধীর প্রতি একটু সদয় হয়ে তার গাড়িটাতে ব্যাটারী চালিত ইঞ্জিন সংযোগ করতে আপনারা উদার হস্তে এগিয়ে আসবেন কি?