হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজিবুল আলম কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২রা মার্চ) দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবের আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান ও শুভেচ্ছা উপহার তুলে দেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও অফিসার্স কল্যাণ ক্লাবের সভাপতি খন্দকার রবিউল ইসলাম। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও অফিসার্স কল্যাণ ক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সেলিম এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজিবুল আলম ও তার সহধর্মিণী। এছাড়াও বিদায়ী অতিথির সফলতা কামনা করে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ, উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান প্রমূখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারন সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংবাদিক সমিতির কালিগঞ্জ উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমূখ। উপজেলা সহকারী কমিশনার ভূমি নজিবুল আলম কালিগঞ্জ থেকে বদলি হয়ে খুলনায় স্থানীয় সরকারের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করবেন। বিদায়ী অতিথিকে উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।