ঝালকাঠি পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা নবনির্বাচিত মেয়র ও সকল কাউন্সিলরদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (ভার্চ্যুয়ালে সংযুক্ত) ছিলেন ১৪ দলের মুখপাত্র ও ঝালকাঠি-২ আসনে সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ্ পনির, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. এম আলম খান কামাল, ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাখাওয়াত হোসেন, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ, নলছিটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনার্ধন দাস প্রমুখ।