বাংলার বিধানসভা নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত।আজ ভারতের জাতীয় কংগ্রেস নেতা ও পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি ও ভারতের লোকসভা র বিরোধী দলের নেতা অধীর চৌধুরীর কে সাময়িক ভাবে সরিয়ে দিয়েছে এ আই সি সি। তার যায়গায় আপাতত আনা হয়েছে ভারতের পাঞ্জাব প্রদেশের তিন বারের সংসদ ও প্রায়ত পাঞ্জাব এর মুখ্যমন্ত্রী শ্রী বিয়ন্ত সিং এর পুত্র এবং লুধিয়ানা সংসদ সদস্য শ্রী রভনীভ সিং বিট্টু। তিনি ২০১৯,শে পাঞ্জাব প্রদেশের লুধিয়ানা থেকে সংসদ হন। তার আগেই পাঞ্জাব প্রদেশের আনন্দপুর সাহিব থেকে,২০০৯, সালে এবং,২০১৪সালে, নির্বাচিত হন। এবং সম্পত্তি দিল্লিতে ভারত সরকারের কৃষি বিরোধী বিলের বিরোধিতায় রাস্তায় নেমে আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে মার খেয়েছে ভারতের সিং ঘসীসাতে। এবং ভারতের লোকসভা য় তার যায়গা ছিল ভারতের জাতীয় কংগ্রেস এর মুখ্যসচেতকের। কিন্তু আজ অধীর চৌধুরীর কে হঠাৎ করে সরিয়ে দেবার পিছনে অন্য কারন খুঁজছে রাজনৈতিক বিশ্লেষকরা। সম্পত্তি পশ্চিম বাংলায় কংগ্রেস সঙ্গে আব্বাস সিদ্দিকী র আই এস আই এর জোট নিয়ে ঘোট পাকার জন্য। এবং সেই সঙ্গে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার নির্বাচনী প্রচারে গিয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তার ফলে অধীর চৌধুরীর এই ঘটনা কে মমতা বন্দ্যোপাধ্যায় এর নাটক বলে জানিয়েছেন।যার ফলে দুই কারণ অধীর চৌধুরীর উপর বিরূপ হয়েছে কংগ্রেস হাই কমান্ড। যদিও কংগ্রেস দলের পক্ষ থেকে বলা হয়েছে অধীর চৌধুরীর মন্তব্য তার ব্যক্তিগত মতামত এর সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই।। ভারত এর কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।