হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সন্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় দঃ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সম্মেলনের মাধ্যমে আংশিক কমিটি গঠন করা হয়। ইউনিয়ন বিএনপির আহবায়ক জুলফিকার আলী সাফুই’র সভাপতিত্বে ও বিএনপির সদস্য সচিব এস এম মোতাহার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু। অত্র ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ডের উপস্থিত সকল কাউন্সিলারদের সমর্থনের মাধ্যমে জুলফিকার আলী সাপুইকে সভাপতি, এস এম মোতাহার হোসেনকে সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম মিঠুকে সাংগঠনিক সম্পাদক,করে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জিএম রফিকুল ইসলাম, মৌতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক হাবিবুল্লাহ, সদস্য সচিব কাজী মোফাজ্জল হোসেন পলাশ, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাস এর আহবায়ক মুরশিদ আলী গাজী, সদস্য সচিব মারুফ বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী সোহেল, উপজেলা তাঁতি দলের সদস্য সচিব ফারুক হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন শতশত নেতাকর্মী।