ভান্ডারিয়া সোমবার ১৫ মার্চ ২০২১: ভান্ডারিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক এনামুল কবির সোহেলের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর তার শয্যাপাশে যান। এসময় তার চিকিৎসার খোঁজখবর নেন এবং সুস্থ্যতার জন্য সকলের দোয়া কামনা করেন।
১৫ মার্চ সোমবার সন্ধ্যায় ভান্ডারিয়া লাবন্য ক্লিনিকে চিকিৎসারত সোহেলকে দেখতে তার সাথে কেন্দ্রীয় সদস্য আহসান হাবিব সোহাগ, রাজাপুর উপজেলা কমিটির নেতা রফিকুল ইসলাম প্রমূখ নেতৃবৃন্দ।
এসময় ভান্ডারিয়া শাখার সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ মিঠু, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক বাদল বেপারী, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির যুগ্ম-আহবায়ক জাকির কাজী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি পেশাগত দায়িত্বপালনকালে মোটরসাইকেল দূর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।