সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন এর সন্তান বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আওয়ামীলীগের রাজপথ কাঁপানো বলিষ্ঠ নেতা,নলতা আওয়ামীলীগের দু:সময়ের কান্ডারী, নলতা আওয়ামীলীগের বিপ্লবী সাধারন সম্পাদক মো আবুল হোসেন ভাইয়ের পক্ষ থেকে জাতির জনকের জন্ম শত বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই মুজিবীয় শুভেচ্ছা।
আজ সবাই আওয়ামীলীগ। কোথায় ছিলেন সেদিন?
২০১৩ সাল।বিভিন্ন নেতা কর্মীর বাড়িতে হামলা,ভাংচুর,নেতা কর্মীকে হত্যা ও তান্ডব লীলা চালিয়ে জামায়াত শিবির যখন এলাকায় ত্রাস সৃষ্টি করেছিল,জনমনে যখন আতংক তখন এই আবুল হোসেন লোক জন নিয়ে জামায়াত শিবিরকে প্রতিরোধ করেছিল।
নিজের জীবনের মায়া ত্যাগ করে রুখে দাড়িয়েছিলেন।তার এই আত্মত্যাগ মানুষ আজীবন স্মরনে রাখবে চিরদিন।
জামায়াত শিবির তান্ডব চালিয়ে এই প্রতিবাদী নেতার ব্যাবসা কেন্দ্র ভাংচুর ,আগুনে জ্বালিয়ে দেওয়া ও লুটপাট করেছিল।
জামায়াত শিবিরের কাছে মো আবুল হোসেন পাড় যম হিসাবে পরিচিত। আওয়ামীলীগ প্রকৃত মুজিব সৈনিক চিনতে ভুল করলেও জামায়াত শিবির কখনো প্রকৃত মুজিব সৈনিক চিনতে ভুল করেননা।
তাইতো স্বাধীনতা বিরোধী শক্তির সবচেয়ে বড় টার্গেট এই সৎ ও প্রতিবাদী নেতা মো আবুল হোসেন পাড়।
মো আবুল হোসেন পাড় ও জামায়াত শিবিরকে কখনো প্রশ্রয় দেননা,জামায়াত শিবিরের সাথে আপোষ করেননা।এটাই প্রকৃত মুজিব সৈনিকের প্রকৃত বৈশিষ্ট্য।
বঙ্গবন্ধুর আদর্শ প্রচার,জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মো আবুল হোসেন পাড় নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছেন।আওয়ামীলীগের এই বিপ্লবী সংগঠক হচ্ছেন কর্মী তৈরির কারিগর।
মো আবুল হোসেন পাড় বলেন,যতোদিন বেচে থাকবো,দলের জন্য, মানুষের জন্য কাজ করে যেতে চাই।
দলীয় মিটিং মিছিলে, সভা সমাবেশে ব্যাপক লোক সমাগম করে দলকে উজ্জীবিত করেন সব সময়।
নীতিতে অটল থাকায় অনেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিছিয়েও সফল হননি।জননন্দিত এই প্রতিবাদী নেতার সুখ সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু