আগামী,২০,ই জুলাই থেকে ভারতের প্রধান বিচারপতি হতে চলেছেন এন ভি যামানার। তিনি চলতি বছরের, বৎসর এর ভারতের প্রধান বিচারপতি শ্রী এস এ বোবদ এর যায়গায় আসছে।আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী র সঙ্গে ভারতের আইন ও বিচারমন্ত্রী শ্রী রবিশঙ্কর প্রসাদ একথা জানিয়েছেন। সেই সঙ্গে বর্তমান ভারত এর প্রধান বিচারপতি শ্রী এস এ বোবদ এর মতামত নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী তে যিনি প্রধান বিচারপতি হতে চলেছেন তিনি,১৯৮৩,সাল থেকে বিচারপতি হিসেবে কাজ করে যাচ্ছেন। তার নিজ বাড়ি ভারতের তামিলনাড়ু রাজ্য কৃষ্ণ জেলার। তিনি প্রথম এ এস ডি জি এম হিসেবে কাজ করার পর জেলার অতিরিক্ত জেলা জজ পরে তামিলনাড়ু হাইকোর্টের বিচারপতি এবং পরে ভারতের মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। বর্তমান তিনি সিনিয়ার বিচারপতি হিসেবে কাজ করার সুযোগ পেয়েছে।যার জন্য প্রথম তার নাম সামনে আসে। এবং প্রধান বিচারপতি তার নাম কেন্দ্রীয় সরকারের বিচার মন্ত্রী শ্রী রবিশঙ্কর প্রসাদ কে জানান। তিনি প্রধান বিচারপতি হিসাবে রামায়ণ নাম পাঠিয়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই প্রস্তাব ভারতের রাষ্ট্রপতি রামনাথ গোবিন্দ কে পাঠিয়ে দেন। আগামী,২০,ই এপ্রিল তিনি পরবর্তী ভারতের প্রধান বিচারপতি হিসেবে কাজ করার সুযোগ পাবেন।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।