দেবাশীষ কোলে, কলকাতা ইন্ডিয়া থেকে।। হাওড়া মারিয়াস ডে স্কুলের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো হাওড়া শরত সদনে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অমিতাভ দত্ত ‘/ হাওড়া সিটি পুলিশের এ সি পি ট্রাফিক অতীন মুখের্জী, প্রধান শিক্ষক জয়ন্ত কুমার ঘোষ ও আরো অনেকে।
এই অনুষ্ঠানে স্কুলের ছাত্র ছাত্রী রা মিলিত ভাবে গান ও নাচের অনুষ্ঠান করে। এছাড়া তারা মিলিত ভাবে মাকবেথ নাটক থেকে একটি অংশ তারা মঞ্চস্ত করে। ছাত্র ছাত্রীদের মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এরপর ৯২ জন ছাত্র ছাত্রীদের তাঁদের মেধা ভিত্তিক পড়াশোনা উপর বিভিন্ন বিভাগে হয়েস্ট নং এর উপর পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন আদিত্য দত্ত।