নাসরিন পারভীন মিমি ঃ
বকেয়া বেতন-ভাতার দাবিতে গাজীপুরের বিভিন্ন স্থানে কারখানার শ্রমিকরা বিক্ষােভ করেছেন। গাজীপুরা সাতাইশ বাগান বাড়ি এলাকায় ট্রাউজার ল্যান্ড লিমিটেড পােষাক কারখানার শ্রমিকরা সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরাধ করে রাখে। পরে পুলিশ ও কারখানার কর্তপক্ষের কথায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরাধ ছেড়ে দেয়। বেলা ১টার দিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক কিছুটা স্বাভাবিক হয়।
পুলিশ ও কারখানাটির শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় তিন হাজার শ্রমিক রয়েছে। আজকে ১৩ তারিখ হয়ে গেলেও এখনাে পুরাে বেতন বাকি রয়েছে। আজ তাদের বেতন দেওয়ার কথা ছিল। সকাল থেকে বেতন না দেওয়ায় এক ঘন্টা অপেক্ষা করে শ্রমিকরা মহাসড়কে বিক্ষােভ শুরু করেন। সকাল সাড় ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত গাজীপুরা এলাকায় টাউজার লাইন কারখানার পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরাধ করেন। পরে কারখানার মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের প্রতিনিধি ও পুলিশের কথা হয়।
কারখানার কয়েকজন শ্রমিক জানান, তাদের গত ঈদের উৎসব ভাতাও বকেয়া রয়েছে। করােনার ৫ শতাংশ প্রণাদনার টাকাও তাদের দেওয়া হয়নি। বকেয়া বেতন-ভাতা চাইলই কর্তপক্ষ শ্রমিক ছাঁটাই করে দেওয়ার হুমকি দিয়ে আসছে।
গাজীপুর মেট্রােপলিটনের টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মােঃ শাহ্ আলম জানান, ওই কারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতনসহ গত তিন মাসের বেতন বকেয়া পড়ে আছে। কর্তপক্ষ শ্রমিকদের বেতন পরিশাধে একাধিকবার আশ্বাস দিলও বেতন পরিশাধ করেননি। এতে ক্ষুব্ধ হয়ে তারা মঙ্গলবার মহাসড়ক অবরাধ করে। পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানা কর্তপক্ষের সাথে কথা বলে বেতন পরিশাধের আশ্বাসে মহাসড়ক ছেড়ে যায়।
এদিকে, সকাল ৯টার দিক মহানগরীর টঙ্গী বিসিকে দু‘মাসর বেতন ভাতার দাবিতে তাজ নীট এন্ড ফ্যাশন লিঃ এর কারখানার মুল ফটকে বিক্ষােভ করেন পােষাক শ্রমিকরা। এতে সকাল ৯টা থেকে শুরু হয়ে সকাল সাড়ে ১১টা পর্যন্ত চলছে তাদের বিক্ষােভ করে পরে শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে পােষাক শ্রমিকদের নিয়ন্ত্রন করেন। এ সময় তাদর দাবি মেনে নেওয়ার বিষয়ে কর্তপক্ষের সাথে আলােচনা করেন শিল্প পুলিশ।
এবিষয় গাজীপুর মেট্রােপলিটন পুলিশের উপ-কমিশনার মােহাম্মদ ইলতুৎ মিশ জানান, সকাল থেকে টঙ্গীর পৃথকস্থানে পােষাক শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষাভ করছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখছে।