লিয়াকত রাজশাহী : রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল এ অপারেশন পরিচালনা করে। এসময় মাদক ব্যাবসায়ী ইমন আলিকে হেরোইনসহ গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৬৫০ গ্রাম হেরোইন, ০১টি মোবাইল, ০১টি সীমকার্ড, ও ০১ টি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ ইমন আলি রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন ললিতাহার এলাকার জমসেদ আলীর ছেলে।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।