মোঃ আবু তৈয়ব: সাংবাদিকের প্রচেষ্টায় প্রাণে বাঁচলো বৃদ্ধ রাঙামাটি
সাংবাদিক আলমগীর মানিকের
ফেসবুক স্ট্যাটাস তুলে ধরা হলো…
শোকর আলহামদুলিল্লাহ….
ইফতারের পূর্বমুহুর্তটি আজ থেকে অন্তরে গেঁথে থাকবে অনন্তকাল। বাজার থেকে বাসায় আসামাত্রই ভাড়াটিয়া ছোটবোনটি জানালো একজন লোক কাপ্তাই হ্রদের পানিতে ডুবে যাচ্ছে। কেউ তাকে বাঁচাতে এগিয়ে যাচ্ছেনা। বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে অনেকদূরে লোকটির অবস্থান নিশ্চিত হলাম। আরো নিশ্চিত হতে সিভিল সার্জনের বাসভবনের নীচে গেলাম। সেখান থেকে পুরোপুরি নিশ্চিত হলাম লোকটি দুইহাত ও পা নাড়া-চাড়া করে নিজেকে পানির উপরে ভাসিয়ে রাখার চেষ্ঠা করছে। বিষয়টি আমি কোতয়ালী থানার ওসি শ্রদ্ধাভাজন কবির ভাইকে অবহিত করলাম। তিনি আমাকে ফায়ার সার্ভিসকে জানাতে পরামর্শ দিয়ে বললেন আমিও বিষয়টি দেখছি।
সাথে সাথেই নিজের পরিচয় দিয়ে দমকল বাহিনীর নাম্বারে ফোন দিই। অপরপ্রান্ত থেকে ফোনি রিসিভ করে আমার মুঠোফোন নাম্বার নিয়েই সংযোগটি বিচ্ছিন্ন করে দিলো। এরই মধ্যে আমি জেলাপ্রশাসক মহোদয়ের বাসভবনের সামনে গিয়ে তার নিরাপত্তাচৌকির দায়িত্বরত পুলিশ ভাইটিকে বিষয়টি জানিয়ে ডিসি’র মহোদয়ের বাসার পেছনের কোচপানা বিশ্রামাগার থেকে দেখা যায়কিনা দেখার অনুরোধ জানালাম। সময় গড়িয়ে যাওয়ায় আমি বিএফডিসি’র উপ-ব্যবস্থাপক বন্ধুবর জাহিদুল ইসলাম লিখন ভাইকে বিষয়টি জানিয়ে কাইন্দারমুখে ডিউটিতে থাকা বিএফডিসি’র নিরাপত্তা চৌকির লোকজন দিয়ে লোকটিকে দেখা যাচ্ছে কিনা দেখার অনুরোধ জানালাম। কিছুক্ষণের মধ্যেই জাহিদ ভাই তার অফিসের স্প্রিডবোট নিয়ে হাজির হলেন। একই সময়ে ঘটনাস্থলে হলেন কোতয়ালী থানার ওসি কবির ভাই। আমিসহ সকলে মিলে কাপ্তাই হ্রদের মধ্যবর্তী গভীর জলস্থানে গিয়ে লোকটিকে উদ্ধার করে তীরে নিয়ে আসলাম। আসর নামাজ থেকে ইফতার পরবর্তী সময়ে এই কাজটি করতে পেরে নিজের মধ্যে যে কি পরিমাণ ভালো লাগা কাজ করছে সেই অনুভূতি আসলে কাউকে বুঝাতে পারবো না। বাসায় এসে আল্লাহর দরবারে দুই রাকাত নফল নামাজ পড়ে শোকরিয়া আদায় করলাম। ধন্যবাদ প্রাণপ্রিয় Jahid Likhon ভাই। আপনি সময়মতো স্প্রিড বোট নিয়ে না আসলে লোকটিকে জীবিত হয়তো উদ্ধার করতে পার যেতো না। ধন্যবাদ কোতয়ালী থানার অফিসার ইনচার্জ প্রিয় কবির হোসেন ভাইকেকোতয়ালী থানা রাঙ্গামাটি
(Kotwali Police Station Rangamati) আপনিও সময়মতো না আসলে উদ্ধার পরবর্তী সময়ে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিতে আরো অনেকটা কষ্ট করতে হতো। শোকর আদায় করছি মহান আল্লাহর দরবারে তারই রহমতের বরকতে সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় প্রায় মরনাপন্ন একজন লোককে উদ্ধার করা গেছে।