নাসরিন পারভীন মিমি ঃ
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ফুয়াং ফুড লিমিটেডের শ্রমিকেরা বেতন-বোনাসের দাবিতে কারখানায় বিক্ষোভ করেন।
পরে কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার কথা বলে কারখানায় ঢুকানোর পরে শ্রমিকদের কে অবরোদ্ধ করে রাখেন।
মঙলবার ১১মে বিকাল ২ টা থেকে বেতনবোনাস ও ছুটির দাবিতে বিক্ষোভকারী শ্রমিকদের অবরোদ্ধ করে রাখেন।
এসময় শ্রমিকদের মাঝে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। কারখানার নিরাপত্তার দায়িত্ব থাকা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যারা শ্রমিকদের ভয়ভীতি দেখান। এবং স্হানীয় সাংবাদিকদের সংবাদ সংগৃহে বাধা সৃষ্টি করে অসৌজন্যমূলজ আচরণ করেন।
খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং অবরোদ্ধ শ্রমিকদের সাথে কথা বলে পরিবেশ শান্ত করেন ।
এ ব্যপারে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা মামুন আল রশিদ জানান, শ্রমিকদের বেতন বোনাস না পেয়ে বিক্ষোভ করছিলো।পরে আমরা শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করছি।
শ্রমিক অবরোদ্ধ কেন রাখা হয়েছে জানতে চাইলে বলেন ফুওয়াং ফুড মালিক আসবে তাই ভিতরে রাখা হয়েছে।
কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, আমরা এখন পর্যন্ত কোনো বেতন বোনাস পাইনি।
আমাদেরকে বলা হচ্ছে শুধু বেতন পরিশোধ করা হবে বোনাস দেওয়া হবে না। আমাদের বাচ্চা-কাচ্চা নিয়ে খুব অসহায় দিনযাপন করছি। আর মাত্র এক বা দুদিন বাকি ঈদের এখনো কিছু কিনতে পারেনি। এবং বেতন বোনাস কবে দেওয়া হবে, কিছু বলছেনা কারখানা কর্তৃপক্ষ।
শ্রমিকরা আরো জানান, চার মাস দরে বাড়তি কোনো বেতন বোনাস পাচ্ছিনা প্রতি বছরে সরকারি ৫ শতাংশ বেতন বাড়ানোর কথা থাকলেও ফুওয়াং ফুড কারখানা এসব আইন মানছেনা।
এ ব্যাপারে ফুয়াং ফুড লিমিটেড ম্যানেজার শুকুর মাহবুব জানান, শ্রমিকদের অবরোদ্ধ রাখার বিষয় সঠিক নয় । তবে সিকিউরিটি গার্ড যে অন্যায় করছে সাংবাদিকদের সাথে তাহা ব্যবস্থা নেওয়া হবে।মালিক আসার অপেক্ষা করছি।