হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলার মহতপুর কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার মহতৎপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে বৃহস্পতিবার (১২ মে) সকাল ১০ টায় সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে কয়েক শত পরিবারের মাঝে ঈদের শুভেচ্ছা চাল, ডাল, চিনি, সিমাই ও তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ করা হয়। মহতপুর কল্যাণ সংস্থার সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক খাঁন ফজলুল হক এর সভাপতিত্বে ও নির্বাহী সদস্য এবং সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিএম আবু আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন কল্যাণ সংস্থার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা খাঁন আহসানুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন মহতপুর কল্যাণ সংস্থার যুগ্ন সম্পাদক অধ্যাপক জিএম আতিয়ার রহমান, যুগ্ন সম্পাদক সৈয়দ মোখলেছুর রহমান, কোষাধক্ষ্য শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল হান্নান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কল্যাণ সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ শহিদুর রহমান, সৈয়দ মোমিনুর রহমান ও আব্দুল্লাহ আল শাকিল প্রমূখ উল্লেখ্য মহতপুর কল্যাণ সংস্থা ২০১৪ সালে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি চাকরিজীবী, শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী , শিক্ষক সহ গণমান্য ব্যক্তিদের নিয়ে স্থাপিত হয়। এই সংস্থার সভাপতি হিসেবে দায়িত্বে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এলাকার কৃতি সন্তান শেখ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন এলাকার কৃতি সন্তান বর্তমান বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ আব্দুল্লাহ আল সাঈদ, এই সংস্থার উদ্যোগে তাদের আর্থিক সহযোগিতায় প্রতিবছর ঈদ উপলক্ষে উপহার সামগ্রী, প্রচন্ড শীতের সময় শীতের কাপড় কম্বল এবং যে কোন দুর্যোগের সময় কল্যাণ সংস্থার উদ্যোগে এলাকার হতদরিদ্র দুস্থ পরিবারের সহযোগিতা করা হয়।