রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি :
মুজিব শতবর্ষ উপলক্ষে বান্দরবানের রোয়াংছড়িতে ভূমি ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান কার্যক্রমের (২য় পর্যায়) শুভ উদ্বোধন করা হয়েছে। অসহায় ভূূমিহীন মানুষদেরকে এই প্রকল্পের আওতায় এনে জমি সহ একটি করে ঘর দেওয়া হবে। রবিবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ মিলয়াতনে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন। সারা দেশে এক যোগে (২য় পর্যায়ে) ভিডিও কনফরেন্সের মাধ্যমে ৫৩,৩৪০টি গৃহহীন পরিবারের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পের শুভ উদ্ধোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। রোয়াংছড়ি উপজেলায় ৪টি ইউনিয়নে মোট ১২০টি রোয়াংছড়ি সদর ২৫টি, তারাছা ৩৯টি, আলেক্ষ্যং ৪১টি, নোয়াপতং ১৫টি গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর প্রদান করা হয়।তবে রোয়াংছড়ি উপজেলায় সর্বমোট ১ম পর্যায় ৯০টি ও ২য় পর্যায় ১২০টি মোট ২১০টি গৃহহীন পরিবার ঘর পাচ্ছেন।
উদ্ধোধন কালে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্যাহ আল জাবেদ এর সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলু প্রু সঞ্চালনায় ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বান্দরবান পাবর্ত্য জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ক্রয়চিংপ্রু মারমা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ ময়নুল ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, অংথোয়াইচিং মারমা, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার সুফল চাকমা, প্রিন্ট মিডিয়া সাংবাদিক হ্লাছোহ্রী মারমা, সাথোয়াইঅং মারমা, মংখিংসাই মারমা সহ গৃহহীন পরিবারের লোকজন, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন রোয়াংছড়ি উপজেলা তথ্য ও যোগাযোগ কর্মকর্তা সৌরভ চক্রবর্তী
রোয়াংছড়ি উপজলা চেয়ারম্যান চহাইমং মারমা বলেন, মুজিব শতবর্ষের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে ।২য় পর্যায়ে লামায় ১২০টি পরিবারকে জমি সহ একটি করে ঘর করে দিচ্ছে, রোয়াংছড়ি উপজেলার ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যাক্তা ও অতি বৃদ্ধারা ঘর পাচ্ছেন প্রতিটি সেমি পাকা বাড়িতে রয়েছে বারান্দাসহ দুটি কক্ষ, একটি রান্নাঘর ও একটি বাথরুম।