জেলা প্রতিনিধি :-মোঃ শামীম আহমেদ পটুয়াখালী।
আজ সারা বাংলাদেশের করোনা মোকাবেলার লকডাউনের নবম দিন।
বরিশাল বিভাগের বিভিন্ন জেলা সহ ঢাকা টু কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালী চৌরাস্তা ও শাখারিয়া বাসষ্টান সহ একাধিক এিমুখ ও চৌরাস্তায় দেখা যায় প্রশাসনের কঠোরভাবে সর্তক অবস্থান।
বিভিন্ন বাজার ঘাটে প্রতিদিন মানুষের অযথা চলাচল করতে দেখা যায়। যখনই সেনাবাহিনী ও ম্যাজিষ্টেট সহ পুলিশের দেখা মিলে তখনই হইচইপূর্ণ ভাবে সাধারণ জনগণের দৌড়াদৌড়ি দেখা যায়। এবং প্রশাসন চলে গেলেই আবার জরিত হয়ে আড্ডা দিয়ে থাকেন। প্রতিদিন সেনাবাহিনীর সদস্য গন প্রতিটি বাজারে জনসাধারণ কে সর্তক অবলম্বন সহ মাক্স পরিধান এবং অযথা ঘরের বাহিরে আসতে নিষেধ করে। এবং প্রতিদিন জরিমানা গুনতে হয় অনেকের। তারপরও সচেতন হচ্ছে না গ্রামের সাধারণ মানুষ।
আজকে সারাদিন মহাসড়কে লক্ষ্যে করা গেছে বিভিন্ন পয়েন্টে প্রশাসন লকডাউনে কঠোরভাবে অবস্থান নিয়েছে এবং প্রতিটি জনগণ ও যানবাহন ও মটরসাইকেল কে চেকপোস্ট বসিয়ে একাধিক জিগ্যেসা সহ আর্থিক জরিমানা করা হয়েছে।