যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্বভার গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) ওয়াশিংটন ডিসির ক্যাপিটল রোটুন্ডায় অনুষ্ঠিত হয় তার শপথগ্রহণ অনুষ্ঠান। এর মাধ্যমে আবারও বিশ্বের অন্যতম ক্ষমতাধর পদের অধিকারী হলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিশাল অংকের বেতনের পাশাপাশি একাধিক ভাতা ও আজীবন বেশ কিছু সুবিধা পাবেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের বেতন
শুনতে অবাক লাগলেও সত্য যে, যুক্তরাষ্ট্রে ২০ বছরেরও বেশি সময় ধরে প্রেসিডেন্টের বেতন বাড়েনি। দেশটিতে সবশেষ প্রেসিডেন্টের বেতন বাড়ানো হয়েছিল ২০০১ সালে। সেই সময় দেশের সরকারপ্রধানের বার্ষিক বেতন দুই লাখ থেকে বাড়িয়ে চার লাখ মার্কিন ডলার করা হয়। এর পর থেকে প্রেসিডেন্টের বেতন আর বাড়ানো হয়নি।
ফলে পূর্বসূরি জো বাইডেনের সমান চার লাখ ডলারই বেতন পাবেন ট্রাম্প।