হাফিজুর রহমান শিমুলঃ জনপ্রিয় অনলাইন পোর্টাল বিজয় নিউজ এর নির্বাহী সম্পাদক জি এম জাহিদুর রহমান এর পিতা জিএম আবুল কাশেম আর নেই। তিনি শনিবার (১৭ জুলাই) রাত ২ টা ১৫ মিনিটে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। গ্রাম্য চিকিৎসক জি এম আবুল কাশেম স্ত্রী, পুত্র, কন্যাসহ আত্মিয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বেলা ২ টা ১৫ মিনিটে পারুলগাছা ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। জানাজা নামাজের ঈমামতি ও দোয়া মোনাজাত করেণ মরহুমের ভাগ্নে মাওলানা সিদ্দিকুর রহমান তরফদার। জি এম আবুল কাশেমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিজয় নিউজের উপদেষ্টা সেখ সাইফুল বারী সফু, সম্পাদকমন্ডলীর সভাপতি সুকুমার দাশ বাচ্চু, সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল ও বার্তা সম্পাদক শেখ আতিকুর রহমান আতিক।