ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ ভারতের সংসদীয় ইতিহাসে এই প্রথম কোন সংসদ সদস্য কে ভোট কেনার অপরাধে ছয় মাসের জেল হাজতে থাকার নির্দেশ দিয়েছিলেন ভারতীয় কোর্ট। ঘটনা টি সত্য, ২০১৯, সালে লোকসভা নির্বাচনে ভারতের তেলেঙ্গানা রাজ্যের মহবুবাবাদ লোকসভার সংসদ সদস্যা শ্রীমতী মাথল কবিতার বিরুদ্ধে এমন একটি অভিযোগ আনেন ভারতের নির্বাচন কমিশন। তাদের দাবি, ২0১৯, সালে লোকসভা লোকসভা নির্বাচনে মহবুবাবাদ লোকসভার সংসদ সদস্যা শ্রীমতী মাথল কবিতা তার সহযোগী জনাব শওকাত আলির মাধ্যমে পাচ শত টাকা ঘুষ দেবার সময় হাতেনাতে ধরা পড়ে। সেই সঙ্গে ধরা হয় টি আর এস বিধায়ক শ্রী দামন নগেন্দ্রের। এদের বিরুদ্ধে অভিযোগ আনেন ভারতের নির্বাচন কমিশন এবং অভিযোগের ভিত্তিতে ভারতীয় দন্ড বিধির, ১৭১,ধারা, অনুসারে দোষী সাব্যস্ত করা হয় এবং তেলেঙ্গানা রাজ্যের নাম পল্লী র দায়রা বিচারপতি শ্রী ভি আর আর ভারাপ্রসআদ দুই জন কে ছয় মাসের জেল হাজতে থাকার নির্দেশ দেন। এবং একই সাথে একই অপরাধে ঐ রাজ্যের বিজেপি বিধায়ক শ্রী রাজা সিঙ কে ছয় মাসের জেল হাজতে থাকার নির্দেশ দেন। তবে টি আর এস সংসদ সদস্যা শ্রীমতী মাথল কবিতা এই রায়ের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আপিল করবে বলে জানা গেছে। তবে ঘুষ দিয়ে ভোট কেনার অপরাধে এই প্রথম কোন সংসদ সদস্য ও বিধায়ক কে জেল হাজতে থাকার নির্দেশ দিয়েছিলেন তা কারো জানা নেই। ভারতের ইতিহাসে এই প্রথম ঘটনা।।