ঢাকা ২৭ জুলাই ২০২১: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর নবম প্রতিষ্ঠা বার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে নতুনদের অগ্রাধিকার দিয়ে সাংবাদিকদের বুনিয়াদী ও তথ্য অধিকার আইন ২০০৯ এর ওপর অনলাইন ভিত্তিক প্রশিক্ষণের আয়োজন করেছে। ৩ দিন করে প্রশিক্ষণটি আগামী ৩০ জুলাই রাত ৯:০০ ঘটিকা থেকে শুরু করে ধারাবাহিক ভাবে চলমান থাকবে।
জুম এ্যাপসের মাধ্যমে বিনামূল্যে অনলাইন প্রশিক্ষণে অংশ নিতে বাংলাদেশের যে কোন আগ্রহী সাংবাদিকবৃন্দ রেজিষ্ট্রেশনের জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করে ফরমটি পুরন করে পাঠিয়ে দিন। প্রথম ধাপে সর্ব্বোচ্চ ১০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScpJ8uNeB3Sw0jAAJ8Xm23GE-qjwW0qCUtevFxbjXaHjEssnQ/viewform?usp=sf_link
৩ দিনের প্রশিক্ষণ শেষে বিএমএসএফ কর্তৃক সনদ পত্র প্রদান করা হবে। বিস্তারিত জানতে প্রশিক্ষণ বিভাগের ০১৭২০৪৬২৮৫৬ নাম্বারে কল করতে পারবেন।