সততার নজির স্থাপন করল কলকাতা পুলিশ।। হারিয়ে যাওয়া টাকা ফেরত দিয়ে।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। কলকাতার রাত দুটো প্রায় সুনসান রাস্তা ঘাট। মাঝে মাঝে কিছু প্রাইভেট গাড়ি ও পুলিশের টহলদারি গাড়ি চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ কলকাতার তারাচাঁদ দত্ত স্ট্রিটের কাছে একটি বেসরকারি এ টি এম ব্যাঙ্ক এর সামনে কিছু পড়ে থাকতে দেখেন টহলদারি করা কলকাতার জোড়াসাঁকো থানার সাব ইন্সপেক্টর শ্রী শক্তিমান রায় চৌধুরী। তিনি এগিয়ে গিয়ে দেখেন ঔ ব্যাঙ্ক এর সামনে পড়ে আছে মোট পাঁচটি এ টি এম কাড ও নগত কুড়ি হাজার টাকা। একটু খোঁজ করতে বেরিয়ে আসে এই এ টি এম কাড ও টাকার মালিক জনাব জালালউদ্দিন সাহেবের। সাব ইন্সপেক্টর শ্রী শক্তিমান রায় চৌধুরী তিনি টাকা ও এ টি এম কাড নিয়ে সোজা চলে যান জোড়াসাঁকো থানার ওসি জনাব আমানুল্লাহর কাছে। তিনি ফোন করে টাকার মালিক ও প্রমাণ পত্র নিয়ে আসতে বলেন জোড়াসাঁকো থানাতে। ঘন্টা খানেক পর এ টি এম ও টাকার মালিক জনাব জালালউদ্দিন সাহেব হাজির হয়ে প্রমাণ দেখিয়ে টাকা ফিরত নিয়ে যান। খুশি হয় দুই পক্ষ এমন নজির স্থাপন করেন কলকাতা পুলিশ। এর আগে কলকাতা পুলিশ সাধারণ মানুষের সাহায্য হাত বাড়িয়েছে তার বহু প্রমাণ ও নজির আছে। দেশ ও জাতির সেবায় নিয়োজিত আছেন কলকাতা পুলিশ।।