বাস ভাঙচুর। বাসে আগুন। পুলিশের গাড়িতে হামলা। রাস্তায় টায়ার জ্বালানো। পথ অবরোধ। পুলিশ-বিরোধী সংঘর্ষ। দফায় দফায় একাধিক ঘটনায় কার্যত রণক্ষেত্রে পরিণত হল উত্তর দিনাজপুরের ইসলামপুর।
বুধবার বিজেপির ডাকা রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বন্ধের সকাল থেকেই ব্যাপক উত্তেজনা ছড়াল ইসলামপুরে। এক দিকে বিক্ষোভকারী আর এক দিকে বিশাল পুশিলবাহিনী-র্যাফ। দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে কার্যত অগ্নিগর্ভ ইসলামপুর। ঘটনাস্থলে পৌঁছছে বিশাল পুলিশ বাহিনী।
[সূত্র: আনন্দবাজার পত্রিকা]